কেমন হয় যদি এমন একটি শাওয়ার জেল পাওয়া যায় যা, স্কিন প্রোপারলি ক্লিন করার পাশাপাশি স্কিনকে ময়েশ্চারাইজড রাখতেও হেল্প করবে? খুবই ভালো হয়! তাই না? বিশেষ করে যাদের স্কিন এমনিতেই ড্রাই, তাদের জন্য তো কথাই নেই। তাই আজকে আমি শেয়ার করবো, স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল নিয়ে। যেটি আমার স্কিন কেয়ার রুটিনের রিসেন্ট খুবই পছন্দের একটি প্রোডাক্ট। চলুন তা হলে দেরি না করে শাওয়ার জেলটি নিয়ে জেনে নেওয়া যাক।
শাওয়ার জেলের কাজ কী?
আমাদের মাঝে অনেকের কাছেই “শাওয়ার জেল” শব্দটি একদম-ই নতুন! তাই, স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল নিয়ে জানার আগে শাওয়ার জেলের কাজ কী তা নিয়ে জেনে নেই চলুন।
স্কিন কেয়ার রুটিনে বেশিরভাগ সময়-ই আমরা কনসার্ন থাকি আমাদের ফেইস নিয়ে। অথচ, আমাদের শরীরের প্রত্যেকটা অংশের যত্ন নেওয়াই কিন্তু সমানভাবে জরুরি। আর শরীরের প্রত্যেকটা অংশের যত্ন নিতে স্কিন কেয়ার রুটিনে একটি শাওয়ার জেল-এর তুলনা হয় না। কারণ এটি-
১) বডিকে ক্লিন করার পাশাপাশি প্রোপারলি এক্সফোলিয়েট করতে হেল্প করে।
২) এতে থাকে ত্বকের যত্নে প্রয়োজনীয় বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস।
৩) স্বাস্থ্যসম্মত এবং সহজেই হাইজিন মেইনটেইন করা যায়।
৪) স্কিনকে সুদিং এবং রিফ্রেশিং ফিল দিতে এর তুলনা হয় না।
৫) বাবল বাথ প্রোডাক্ট এর পরিবর্তে ব্যবহার করা যাবে।
৬) এছাড়াও এটি ব্যবহার করা যায় প্রতিদিন।
এমন আরও অনেক বেনিফিটস রয়েছে শাওয়ার জেলের। আর এ কারণেই, আমাদের মধ্যে অনেকেই স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে সাবান এর পরিবর্তে শাওয়ার জেল ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে।
“বাজেট ফ্রেন্ডলি এবং মানেও ভালো” এমন শাওয়ার জেল কোনটি?
শাওয়ার জেলের গুনাগুণ কিন্তু অনেক। কিন্তু শাওয়ার জেল সিলেক্ট করার কথা ভাবতেই আমার মাথায় যে বিষয়গুলো এসেছিলো তা হলো,
কোন ব্র্যান্ডের শাওয়ার জেলটি ভালো হবে?
বেশিরভাগ শাওয়ার জেল-এরই তো দাম অনেক! সাধ্যের মধ্যে রেগুলার ইউজের জন্য কোনটি সিলেক্ট করবো?
আমার স্কিনের সমস্যা কে টার্গেট করে কাজ করবে তো?
আমার স্কিন-এ স্যুট করবে তো?
কোয়ালিটি ভালো হবে তো?
স্কিনকে অতিরিক্ত ড্রাই করবে না তো?
প্রশ্নগুলো একটু চেনা চেনা লাগছে, তাই না? শুধু আমার ক্ষেত্রে এমন হয় তা কিন্তু নয়। নতুন কোন প্রোডাক্ট কিনতে গেলে কম বেশি আমাদের সবার মাথায়-ই কিন্তু এ প্রশ্নগুলো খেলে যায় স্বাভাবিকভাবেই। এ সব কিছু মাথায় রেখেই সল্যুশন হিসেবে কিছুদিন আগে আমি সিলেক্ট করি, “রাজকন্যা ময়েশ্চারাইজিং শাওয়ার জেল”-টি! এটি একই সাথে বাজেট ফ্রেন্ডলি এবং মানেও ভালো। এমন কেন বলছি? প্রোডাক্টটি নিয়ে জানার আগে চলুন “রাজকন্যা” ব্র্যান্ড বেছে নেয়ার কারণ ছোট্ট করে জেনে নেই।