অফবিট

ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল!

ত্বককে ময়েশ্চারাইজড রাখতে অ্যালোভেরা সুদিং জেল

অ্যালোভেরা স্কিন ও হেয়ারের জন্য বেশ ইফেক্টিভ একটি ইনগ্রেডিয়েন্ট। অ্যালোভেরা জেল কিন্তু অয়েলি একনে প্রন স্কিনেও খুব ভালো কাজ করে। আমি Skin Cafe Pure & Natural Aloe Vera gel ত্বক ও চুলের যত্নে রেগুলার ব্যবহার করি। কী কী বেনিফিট দেয় অ্যালোভেরা জেল, চলুন জেনে নেই তাহলে।

 

 

 

অ্যালোভেরা জেল সান বার্ন কমিয়ে আনে

মুখের বলিরেখা কমিয়ে এনে ত্বককে রাখে তারুণ্যদীপ্ত

অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন সি, ই এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা স্কিনের জন্য তো বটেই চুলের জন্যও উপকারী

কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনকে রাখে হেলদি

শুধু তাই না, চুলকে সফট, স্মুথ ও শাইনি করতে চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন

ইচি স্ক্যাল্প এবং ড্যানড্রাফের সমস্যা থাকলে অ্যালোভেরা হতে পারে আপনার জন্য বেস্ট সল্যুশন

ব্রাইটেনিং এর জন্য ট্যাঞ্জারিন সুদিং জেল

স্কিনকে ব্রাইট করতে ভিটামিন-সি এর কোনো তুলনা হয় না। Paxmoly Jeju100 Tangerine Soothing Gel সেক্ষেত্রে হতে পারে বেস্ট অপশন। সেনসিটিভিটির কারণে কমলা বা লেবু স্কিন কেয়ারে যারা ব্যবহার করতে পারেন না, কিন্তু ত্বকের যত্নে ভিটামিন-সি ইনক্লুড করতে চাচ্ছেন, তাদের জন্য আমি এই সুদিং জেলটি সাজেস্ট করবো।

 

 

 

ভিটামিন-সি তে অ্যান্টি অক্সিডেন্ট থাকার ফলে স্কিন সেলগুলো ফ্রি রেডিক্যালস থেকে ড্যামেজ ফ্রি হয়

জেলটি ব্যবহারে এক্সেস মেলানিন প্রোডাকশন কমে পিগমেন্টেশন হালকা হয়

সান এক্সপোজারের ফলে স্কিনে যে ড্যামেজ হয়, ভিটামিন-সি ড্যামেজ রিপেয়ার করে নতুন স্কিন সেল রিজেনারেট করে

ট্যাঞ্জারিন সুদিং জেল একনে ও একনে স্পট কমাতে সাহায্য করে

আরেকটি ইম্পরট্যান্ট পার্ট হচ্ছে এটি রাফ স্কিনকে নারিশড এবং ময়েশ্চারাইজড রাখে

এই সুদিং জেল ত্বকের ডিপ লেয়ার পর্যন্ত হাইড্রেশন প্রোডাইড করে

SHOP AT SHAJGOJ

পোরসকে ডিপলি ক্লিন করতে চারকোল সুদিং জেল

  1. ব্ল্যাকহেডসের প্রবলেম দূর করতে এবং পোরসকে গভীর থেকে ক্লিন রাখতে চাইলে Lebelage Moisture Charcoal Soothing Gel ব্যবহার করতে পারেন। আর চারকোল সুদিং জেলটিতে ক্যামেলিয়া (camellia), রেড জিনসেং এক্সট্র্যাক্ট (red ginseng extract) এর মতো বেশ কিছু ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে, যা ত্বকের যত্নে দারুণ কাজ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.