সত্যিই কি বাবা হচ্ছেন ফারহান খান? অভিনেতার ৫১তম জন্মদিনে সমাজমাধ্যম জুড়ে কেবল একটাই প্রশ্ন। শাবানা আজমি জানালেন… উল্লেখ্য, নতুন বছরে না কি ফারহান এবং স্ত্রী শিবানী দান্ডেকরের কোলে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। সেই অর্থে তৃতীয়বার পিতৃত্বের পাবেন ফারহান। প্রাক্তন স্ত্রী অধুনা ভবানীর
সঙ্গে ফারহানের দুই সন্তান। কিন্তু ছড়িয়ে পড়া খবর কি
সত্যি? না কি নিছকই রটনা? এই প্রসঙ্গে মুখ খুললেন
শাবানা আজমি। খোলসা করতে ‘ই টাইমস’-এর পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেত্রীর কাছে।
যা পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন তিনি। জানিয়েছেন
কোনও সত্যিই নেই এই খবরে।