ভিট নিয়ে কিছু কথা
ভিট এর নাম মার্কেটে এত বেশি পরিচিত যে হেয়ার রিমুভাল ক্রিম বললে সবার আগে মাথায় এই নামটাই আসে। মেয়েরা শরীরের অবাঞ্চিত লোম দূর করার জন্য সবার আগে এটাই বেছে নেয়। অনেক বছর ধরে মেয়েদের ভরসার জায়গায় নাম লিখিয়েছে ভিট। এমনকি দোকানে গেলেও হেয়ার রিমুভাল ক্রিমের নাম আলাদা করে কখনো বলতে হয় না। তাই ভিট যখন নতুন কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস নিয়ে এসেছে সেটা এক রকম ব্লেসিংসই বলা যায়! আর ভিটের ঘরে বসেই ওয়্যাক্সিং করার এ সুযোগ করে দেওয়ায় সবচেয়ে বেশি খুশি সম্ভবত মেয়েরাই হয়েছে! কারণ পার্লারে যাওয়ার ঝামেলা এখন নেই। সাথে এক্সপার্ট ওয়েতে ঘরে বসেই যে কোনো সময় ক্লিন করে ফেলা যাবে হেয়ার! আর টাকা বেঁচে যাওয়ার বিষয়টি তো আছেই!
ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস
ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস নিয়ে কী কী ক্লেইম করছে ভিট
ভিট ক্লেইম করছে তাদের নতুন কোল্ড ওয়্যাক্স স্ট্রিপসটি ইজি জেল বেইজড। এতে রয়েছে শিয়া বাটার। আর আসাই বেরির খুব সুন্দর ফ্রেগ্রেন্স। যার কারণে স্ট্রিপস থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। হেয়ার রিমুভের সাথে সাথে দেয় ময়েশ্চারাইজড স্কিন, দেয় লং লাস্টিং স্মুথনেস। ঠিক পার্লারের মতো! ও হ্যাঁ, এটি ব্যবহার করা নিরাপদ কিনা সেটি বোঝার জন্য বলে দেই, এটি কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড।
ইজি জেল ফর্মুলা থাকার সুবিধা
জেলটুকু শুধু লোমের চারপাশে ভালোভাবে ছড়িয়ে যাবে। স্কিনে আটকে থাকবে না।
একদম গোড়া থেকে লোম তুলে ফেলে বলে দীর্ঘ সময় স্কিন স্মুথ থাকে।
কোন স্কিনের জন্য স্যুইটেবল
আমার স্কিন নরমাল। যে কারণে এটি আমার স্কিনে বেশ ভালোভাবে স্যুট করেছে। তবে স্কিন সেনসিটিভ হলেও ব্যবহার করা যাবে। তবে সেক্ষেত্রে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো।
একটি প্যাকেটে কী কী রয়েছে?
ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপসের এই প্যাকেটে রয়েছে হালকা গোলাপি রঙের ২০টি ওয়্যাক্স স্ট্রিপস। আরও আছে পারফেক্ট ফিনিশ ওয়াইপস।
প্যাকেজিং
ভিট ওয়্যাক্স স্ট্রিপসের এই প্যাকেটটির কালার হালকা ও গাঢ় গোলাপির মিশেল। কালারটি বেশ আই সুদিং। বেশিরভাগ মেয়ের পছন্দের রঙ গোলাপি বলে রঙটাও বেশ আকর্ষণ করে মেয়েদের। এছাড়া প্যাকেজিংটা বেশ ট্রেন্ডি, খুবই হালকা। সহজেই ক্যারি করা যায়। চাইলে ট্র্যাভেল করার সময় আপনি ব্যাগেও নিতে পারেন।