সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অস্ট্রেলিয়া-ভারত সীমান্ত-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে পিচটি পেসারদের রাজত্বে পরিণত হয়। ম্যাচটি ছিল এসসিজি-র ইতিহাসে তৃতীয়-স্বল্পতম টেস্ট (ফলসহ) বলের সংখ্যা বিচারে। পিচটিকে আইসিসি “সন্তোষজনক” রেটিং দিয়েছে।অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা পিচটিকে “বাজে” বলে আখ্যা দেন। তবে অধিনায়ক প্যাট কামিন্স এবং ভারতীয় কোচ গৌতম গম্ভীর এটিকে টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে মনে করেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক কঠোর সমালোচনা করে বলেন, “এটাই আমার দেখা সিডনির সবচেয়ে খারাপ পিচ।” ক্রিকেট অস্ট্রেলিয়ার পিটার রোচ বলেন, “আমরা প্রতিযোগিতামূলক পিচ তৈরি করতে চাই, যা ফলপ্রসূ ম্যাচ নিশ্চিত করে।”নতুন জাতের ঘাস দিয়ে প্রস্তুত এই পিচে সিম মুভমেন্ট এবং বাউন্স ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ম্যাচে দুটি মাত্র হাফ-সেঞ্চুরি হয়—বোয়েব ওয়েবস্টার এবং ঋষভ পন্তের দুর্দান্ত ইনিংস।ক্রিকেট মহল দুই ভাগে বিভক্ত। যেখানে কেউ পিচের পক্ষে, কেউবা বিপক্ষে। সিরিজের বাকি চার পিচ “খুব ভালো” রেটিং পেলেও সিডনি পিচ ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।পিচটি ব্যাট-বলের লড়াইয়ে উত্তেজনা আনলেও, এর বৈশিষ্ট্য ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া ভবিষ্যতে আরও ভারসাম্যপূর্ণ পিচ তৈরির আশ্বাস দিয়েছে
Read Next
খেলা
January 9, 2025
১০ ওভারে ৬১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি
খেলা
January 9, 2025
তারকা সম্মান দিয়ে বারবার সুযোগ নয় জাতীয় দলে
খেলা
January 8, 2025
মাত্র ১৯ বছর বয়স! টেস্ট অভিষেকেই দেখালেন প্রতিভার ঝলকানি
January 9, 2025
১০ ওভারে ৬১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি
January 9, 2025
তারকা সম্মান দিয়ে বারবার সুযোগ নয় জাতীয় দলে
January 8, 2025
পর্যটক গাইড থেকে লাল-হলুদ জার্সি, রইল শেরিংয়ের স্বপ্নযাত্রার হদিশ
January 8, 2025
গুয়াহাটিতে ডার্বির আগে বড়ো ধাক্কা মোহনবাগানের, ছিটকে গেলেন আশিক কুরুনিয়ান
January 8, 2025
মাত্র ১৯ বছর বয়স! টেস্ট অভিষেকেই দেখালেন প্রতিভার ঝলকানি
January 8, 2025
*ব্যাট হাতে কোহলির দুর্বলতা: সময়ের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াই*
Related Articles
Check Also
Close
-
আবার ব্যর্থ বিরাট – চিন্তার ভাঁজ ভারতেরNovember 15, 2024