খেলা

ক্যাপ্টেন হিসেবে ডাহা ফেল রোহিত শর্মা

ক্যাপ্টেন হিসেবে ডাহা ফেল রোহিত শর্মা। ব্যাট হাতেও তাই। রান নেই। বারবার ভুল শটে আউট! কতদিন এভাবে? এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরাই। মেলবোর্নে হারের পর তা আরও জোরালো হল। মহেন্দ্র সিং ধোনির মতোই কি আচমকা অবসর নেবেন রোহিতও? জল্পনা বেড়েছে। অনেকেই বলছেন, চাপের মুখে সিডনি টেস্টেই অবসর নিতে পারেন রোহিত। সুনীল গাভাসকরও সেই পূর্বাভাস দিয়েছিলেন আগেই। রবি শাস্ত্রীও বলেছেন, ‘রোহিতকে এবার সিদ্ধান্ত নিতে হবে। ও টপ অর্ডারে ব্যাটিং করছে। ওর ফুটওয়ার্ক আগের মতো নেই। চলতি সিরিজ শেষ হওয়ার পর ওকে সিদ্ধান্ত নিতে হবে।’ অধিনায়কের সঙ্গে কথা বলবেন অজিত আগারকর। রিপোর্ট অনুসারে, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর বর্তমানে মেলবোর্নে রয়েছেন। ম্যাচ শেষে রোহিত সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আগেও যা বলেছিলাম সেটাই বলছি, অবসর নিয়ে আমার সিদ্ধান্তের নড়চড় হয়নি। ক্যাপ্টেন এবং একজন ব্যাটার হিসেবে খুবই হতাশাজনক ব্যাপার। যা যা করতে চেয়েছি, পরিকল্পনা মতো হচ্ছে না কিছুই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.