পাঁচ বছরের শিশুর উপর যৌন নির্যাতন ৬৮ বছরের বৃদ্ধের, ২০ বছরের কারাদণ্ড, ‘জাস্টিস’ মাত্র ৫ মাসের মধ্যে
বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকা, ৭ অগস্ট। থানায় অভিযোগ আসে, পাঁচ বছরের মেয়েকে চকোলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় তার প্রতিবেশী, ৬৮ বছরের শান্তিময় বিশ্বাস। এবং নারকীয় যৌন নির্যাতন চালায় অসহায় শিশুটির উপর।
যেদিন অভিযোগ দায়ের হয়, সেদিনই অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারী অফিসার সাব-ইনসপেক্টর শ্রীপর্ণা কুণ্ডু। ঝড়ের বেগে তদন্ত চালিয়ে তিনি রাতদিন এক করে সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে পকসো আইনের অধীনে চার্জশিট জমা করেন মাত্র ২১ দিনে। যার ফলে পাবলিক প্রসিকিউটর গুরুপদ ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিচারপর্ব শুরু হয়ে যায় ২৩ সেপ্টেম্বর, ঘটনার ৪৭ দিনের মাথায়।
দিনকয়েক আগেই এই মামলার রায় ঘোষণা হয়। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র পাঁচ মাসের মধ্যে ( ঘটনার ১৩৯ দিনের মাথায়) প্রকাশিত মামলার রায়ে শান্তিময় বিশ্বাসের ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানার সাজা ঘোষণা করেছেন বিষ্ণুপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। দ্রুত ও দক্ষতার সঙ্গে তদন্ত চালিয়ে দোষীকে উপযুক্ত শাস্তির ব্যবস্হা করার জন্য বাঁকুড়া জেলা পুলিশের তরফে তদন্তকারী শ্রীপর্ণা কুন্ডুকে অভিনন্দন জানানো হয়েছে ইতিমধ্যেই