খেলা

জ্বলে উঠলেন অভিষেক পোড়েল

জ্বলে উঠলেন অভিষেক পোড়েল। তাতে বিজয় হাজারে ট্রফিতে জয় দিয়েই যাত্রা শুরু করল বাংলা। দিল্লিকে ৫১ বল বাকি থাকতেই ৬ উইকেটে হারাল লক্ষ্মীব্রিগেড। টসে জিতে বাংলা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। দিল্লি প্রথমে ব্যাট করে তোলে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান। বাংলার বোলার মুকেশ কুমার একাই নেন ৪ উইকেট। কৌশিক ও সায়ন ১টি করে উইকেট পান। জবাবে ওপেনিংয়ে নেমে দুরন্ত ব্যাটিং করেন অভিষেক পোড়েল। ১৩০ বলে ১৭০ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। এরমধ্যে ১৮ চার ও ৭ ছয়। অনুষ্টুপ করেন ৩৭, ক্যাপ্টেন সুদীপ করেন ২৩, সুদীপ চ্যাটার্জি করেন ১৫। ৪২ ওভারের মধ্যেই জয়ের রানে পৌঁছে যায় বাংলা ৪ উইকেট হারিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.