খেলা

সন্তোষ ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা

সন্তোষ ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। এল হ্যাটট্রিক জয়। জম্মু কাশ্মীর, তেলেঙ্গানার পর এবার রাজস্থানকেও হারিয়ে দিল সঞ্জয় সেন ব্রিগেড। বাংলা ২-০ গোলে হারায় রাজস্থানকে। বাংলার হয়ে গোল করেন রবিলাল মান্ডি ও নরহরি শ্রেষ্ঠ। এই নিয়ে তিন ম্যাচেই গোল পেলেন নরহরি। তিন ম্যাচ খেলে বাংলার ঝুলিতে এখন ৯ পয়েন্ট। বাংলার খেলা বাকি এখনও মণিপুর ও সার্ভিসেসের বিরুদ্ধে। এর আগে বাংলা ৩-১ গোলে হারিয়েছিল জম্মু-কাশ্মীরকে। দ্বিতীয় ম্যাচে তেলেঙ্গানাকে ৩-০ গোলে হারায় সঞ্জয় সেনের ছেলেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.