রোমারিও, রোনাল্ডো নাজারিও, রিভাল্ডো, রোনাল্ডিনহো ও কাকার পর ব্রাজিলিয়ান হিসেবে যোগ হল ভিনিসিয়ুসের নাম। ব্যালন ডি’অর জিততে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। কিছুটা হলেও সেই আক্ষেপ দূর করলেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ জিতে। গত মরসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন রিয়াল তারকা। দলকে বড় বড় ট্রফি জেতানোর পথে সে’বার ২৪টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।
দেখে নিন কে কোন পুরস্কার জিতলেন
বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র
বর্ষসেরা মহিলা: আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আন্সেলোত্তি
বর্ষসেরা মহিলা কোচ: এমা হেইস
বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা মহিলা গোলকিপার: অ্যালিসা নায়েহার
পুসকাস অ্যাওয়ার্ড: আলেজান্দ্রো গার্নোচো
মার্তা অ্যাওয়ার্ড: মার্তা
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা