বয়স যেন কেবলই একটি সংখ্যা- জাপানিদের দিকে তাকালে এ কথাটিই বারবার মনে হয়। তাদের ত্বক যেন চিরকালীন তারুণ্যের প্রতীক। জাপানিদের উজ্জ্বল, মসৃণ ত্বক এবং তারুণ্য ধরে রাখার রহস্য নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বয়স বাড়লেও তাদের ত্বকের সৌন্দর্য যেন কখনো ফিকে হয় না। ফ্ললেস স্কিন আর দীর্ঘায়ু যেন তাদের জন্মগত অধিকার। জাপানিদের সুন্দর ত্বকের গোপন সূত্র বা রহস্য আসলে কী, এই প্রশ্নটি কি আপনার মনেও এসেছে কখনো?
যদিও জেনেটিক ও পরিবেশগত কারণ এখানে ভূমিকা রাখে, তবে জাপানিদের এই তারুণ্য ধরে রাখার পেছনে সবচেয়ে বড় অবদান তাদের হেলদি লাইফস্টাইল এবং তাদের স্কিন কেয়ার রুটিনের। জাপানিরা তাদের প্রতিদিনের খাদ্যকে ওষুধের মতো ভেবে থাকে যা তাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি তাদের ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে। যদি আপনিও চান জাপানিদের মতো উজ্জ্বল, তারুণ্যে ভরপুর ত্বক; তাহলে তাদের স্বাস্থ্যকর অভ্যাসগুলো আপনার জন্য হতে পারে দারুণ উপকারী। আজকের ফিচারে আমরা তুলে ধরবো জাপানিদের ত্বকের সৌন্দর্য ধরে রাখার সেই চমৎকার কৌশলগুলো, যা রপ্ত করলে আপনার ত্বকও হয়ে উঠবে হেলদি ও গ্লোয়িং।