খেলা

ফলো অন বাঁচিয়েই সেলিব্রশনে মাতলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা

ম্যাচ জয় ড্র। ফলো অন বাঁচিয়েই সেলিব্রশনে মাতলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সৌজন্যে আকাশ দীপ ও জসপ্রীত বুমরাহের ব্যাটিং। নিশ্চিত ফলো-অনের হাত থেকে দলকে রক্ষা করলেন বাংলার পেসার আকাশ দীপ। ফলো অন বাঁচাতে দরকার ছিল ২৪৬ রানের। ভারতের ৯ উইকেটের পতন হয় ২১৩ রানে। বাকিটা বুমরাহকে সঙ্গীকে করে লড়াই শুরু করেন আকাশ দীপ। আকাশ চার মেরে ফলো অনের রান টপকে যেতেই ক্যামেরা তাক করে টিম ইন্ডিয়ার সাজঘরের দিকে। সেখানেই দেখা যায় অভিনব হাঁফ ছেড়ে বাঁচার সেলিব্রেশন। চতুর্থ দিনের শেষে ১৯৩ রানে পিছিয়ে থাকা ভারতের রান ৯ উইকেটে ২৫২ রান। যে রান এসেছে অধিকাংশই কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। চতুর্থদিনও তা কয়েক দফায় হানা দিয়েছিল বৃষ্টি। ফলে খেলা হয়েছে ৫৮ ওভারের মতো। শেষদিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ফলে, মিরাকেল কিছু না হলে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। এদিন কেএল রাহুল ৮৪ রান ও রবীন্দ্র জাদেজা ৭৭ রান করেন। রোহিত ফেরেন ১০ রানে। আকাশ দীপ ২৭ রানে অপরাজিত রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.