জোড়া পরিবর্তন করেই গাব্বা টেস্টে খেলতে নামল টিম ইন্ডিয়া। প্রথমদিনই বৃষ্টিতে থমকাল ম্যাচ। এদিন মেঘলা আকাশে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ইতিহাস বলছে, গাব্বায় শেষ যে সাতটি টেস্ট হয়েছে তার ৬টিতেই প্রথমে বোলিং করা দল জয়লাভ করেছে। এই টেস্টে হর্ষিত রানার পরিবর্তে একাদশে সুযোগ পান আকাশদীপ। বাংলার পেসার এই প্রথম বিদেশে কোনও টেস্ট খেলছেন। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা। ফলে তিন টেস্টে ভারত খেলালো তিন স্পিনারকেই।