এই মুহূর্তে ভারতীয় বিনোদন জগতের সবচেয়ে দামি নাম পুষ্পা-২র নায়ক আল্লু অর্জুন। বক্স অফিস কাঁপছে পুষ্পা ২ ঝড়ে, ১১০০ কোটির গণ্ডি পার করা ছবির নায়ক কিনা কারাগারে! ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক মহিলার। সেই মামলাতেই শুক্রবার হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার হন আল্লু। এদিন মেডিক্যাল পরীক্ষার পর নামপল্লী কোর্টে পেশ করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল আল্লুকে। ঘটনা হলো, নভেম্বর ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন অল্লু। সেখানে তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনায় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। হলের মধ্যে দমবন্ধ হয়ে এক মহিলা এবং তাঁর সন্তান পড়ে যান। তাঁদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু মহিলার মৃত্যু হয়। ন’বছরের শিশুটি এখনও ভেন্টিলেশনে চিকিৎসাধীন। পুলিশের অভিযোগ, অভিনেতা সন্ধ্যা থিয়েটারে আসবেন, তা পুলিশকে জানানো হয়নি। ফলে তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ ওঠে। শুক্রবার সকালে তাঁকে মেডিক্যাল পরীক্ষার পর নামপল্লী কোর্টে পেশ করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল আল্লুকে। কিন্তু তার পরেই ঘটে নাটকীয় পরিবর্তন।
হঠাৎ করেই মৃতা মহিলার স্বামী অর্থাৎ মূল অভিনগকারী বলেন, ‘আমরা সেদিন সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলাম। কারণ আমার ছেলে সিনেমাটি দেখতে চেয়েছিল। এটা আল্লু অর্জুনের দোষ নয় যে তিনি সেদিন প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। আমি আমার মামলা প্রত্যাহার করতে প্রস্তুত।’ স্বামীর সুর বদলের সঙ্গে সঙ্গে ঘটনা প্রবাহ অন্য দিকে বইতে থাকে।
গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তাঁর আবেদন মঞ্জুর হয়েছে। তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে অল্লুর মামলাটি শোনা হয়েছে। অবশেষে অভিনেতা অল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল তেলঙ্গানা হাই কোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। খবরে প্রকাশ, অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। হাইকোর্ট শেষ পর্যন্ত সকলের জামিন মঞ্জুর করেন। এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা রয়েছে। কিন্তু অভিযুক্তকে এর ফলে কোনো ভাবেই দোষী বলা যায় না। তাই তাঁর জামিন মঞ্জুর করা হলো।