বাস্তুশাস্ত্র ও জ্যোতিষ
ভারতীয় জ্যোতিষ নখ ও চুল কাটার দিন ও সময় নির্ধারন করে দিয়েছে
আমরা এখন আধুনিক যুগে বাস করি। স্বাভাবিক কারণেই আধুনিকতার প্রভাবে আমরা জ্যোতিষের অনেক বিধি-নিষেধকে হয়তো অবজ্ঞা করি। কিন্তু মনে রাখতে হবে ভারতীয় জ্যোতিষ দীর্ঘ গবেষণার মধ্য দিয়েই তাদের সিদ্ধান্তে পৌঁছেছে। চুল ও নখ কাটা নিয়ে ভারতীয় জ্যোতিষের কিছু পরামর্শ আছে। জ্যোতিষ বলছে –
মঙ্গলবার – জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের এমন তিনটে দিন আছে, সেদিন ভুলেও নখ ও চুল কাটা উচিত নয়। যেমন মঙ্গলবার। এদিন ভগবান হনুমানজির দিন। তাই এই দিন নখ বা চুল কাটলে আপনার জীবনের নানান সমস্যা আসবে। আপনার সাহস, বীরত্ব ক্রমশ কমতে থাকবে। এমন কি ভাই বোনের সঙ্গেও বিরোধ বাঁধবে।
বৃহস্পতিবার – বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বার। যদি আপনি এদিন নখ বা চুল কাটেন তাহলে দেবগুরু বৃহস্পতি কখনোই আপনার ওপর কৃপা করবেন না। এমনকি আপনার পেটের সমস্যা বাড়বে। পড়াশোনায় মন বসবে না। সেই সঙ্গে মা লক্ষ্মীর রেগে যাবেন আপনার ওপর। আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে।
শনিবার – শনিবার দিন ভুলেও নখ ও চুল কাটবেন না। বলা হয়, এই দিন নখ কাটলে শনিদেব আপনার উপর রেগে যাবেন। ঘরে দারিদ্রতা বিরাজ করবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে আপনার।
মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার ছাড়া আপনি যে কোনও দিন নখ বা চুল কাটতে পারেন। তবে শুধু দিনের বেলা নখ ও চুল কাটা উচিত। সূর্যাস্তের পর ভুলেও কাটবেন না। স্নান করার আগে নখ কাটতে পারেন।