ব্রণের সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয় টিনএজার এবং তরুণীদের মুখে। তবে যেকোনো বয়সে আপনার ব্রণ হতে পারে । ব্রণ আমাদের মুখের সুন্দর্য নষ্ট করে দেয়। ব্রণ দূর করতে নানা উপায় খুঁজে বেড়ান অনেকেই। জেনে অবাক হবেন, যদি বলি আপনার ব্রণ অবিলম্বে দূর হয়ে যাবে।ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে নিচের নিয়মগুলো অনুসরণ করুন
১. মুখের অতিরিক্ত তেল চুষে নেয় টুথপেস্ট। ফলে তৈলাক্ত ত্বকের কারণে যাদের মুখে ব্রণ হয়, তারা টুথপেস্ট ব্যবহার করতে পারেন এতে উপকৃত হবেন। তবে বেশি নয়, খুব অল্প পরিমাণে ব্যবহার করুন যেখানে ব্রণ আছে। পার্শপ্রতিক্রিয়া দেখা না দিলে পরিমাণ বাড়ান
২. গরম পানিতে গ্রিন টি ফোটান। এরপর একদম ঠান্ডা করে যেখানে ব্রণ আছে সেখানে ব্যবহার করুন। তুলোয় ভিজিয়ে ব্যবহার করতে পারেন। তাহলে ভালো করে ত্বকের ওপর মিশে যাবে চায়ের মিশ্রণটি। টি ব্যাগ থেকে গ্রিন টি বানালে, ঠান্ডা গ্রিন টি ব্যাগটিও রাখতে পারেন ত্বকের ওপর। ২০ মিনিট রাখার পর ধুয়ে নিন। ব্রণ দূর পরিত্রাণ পাবেন।
৩. শসায় থাকা ভিটামিন এ, ডি এবং ই ত্বকের যত্নে বিশেষ ভূমিকা রাখে। শসার মিশ্রণ মুখে লাগিয়ে রাখতে পারেন। ২০ মিনিট লাগিয়ে রাখার পর ঠান্ডাপানিতে দিয়ে ধুয়ে নিন। এছাড়াও শসা গোল গোল করে কেটে অন্তত একঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানি খেয়ে নিতে পারেন বা ওই পানি দিয়ে মুখও ধুয়ে নিতে পারেন।
৪. লেবুর রসে তুলো ভিজিয়ে লেবুর রস ব্রণে লাগিয়ে নিতে পারেন। লেবুর রসের সঙ্গে দারুচিনির মিশ্রণ তৈরি করে, রাতে ঘুমানোর আগে সেটা ব্রণের ওপর লাগিয়ে রাখতে পারেন। সকালে হালকা গরম পানিতে ধুয়ে নেবেন