অফবিট

নামীদামি শ্যাম্পু ছেড়ে এই ফল দিয়ে মাথা পরিষ্কার করুন,নিজের চুলের প্রেমে পরবেন

নামীদামি শ্যাম্পু ছেড়ে এই ফল দিয়ে মাথা পরিষ্কার করুন। নিজের চুলের প্রেমে পরবেন।দোকান থেকে ১০-১২টি রিঠা কিনে আনুন। এবার এই রিঠাগুলো বীজগুলো ফেলে দিন। তারপর রিঠাগুলো ৩ কাপ গরম পানিতে সারারাত ধরে ভিজিয়ে রাখুন। এর সঙ্গে শুকনো আমলকি বা শিকাকাইও যোগ করতে পারেন।পরদিন সকালে রিঠা ভেজানো পানি কম আঁচে গরম বসান। এতে আরও ১ কাপ পানি যোগ করুন। উপাদানগুলো নরম হয়ে এলে এবং পানি ফু*তে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন।এরপর ঠান্ডা হয়ে গেলে এবার হাতে করে রিঠা, আমলকি ও শিকাকাই ভাল করে মিক্সড করে নিন।প্রথমে পরিষ্কার জলে চুল ভিজিয়ে নিন। এরপর প্যাক টা ভাল করে চুল ও স্ক্যাল্প ঘ* নিন। এরপর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন এভাবে চুলে রিঠা ব্যবহার করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.