বিনোদন

‘আমি খেটে খাওয়া সাধারণ মানুষ… কেউ কোনওভাবে আমার ভাষাকে ছোট করলে…’

‘আমি খেটে খাওয়া সাধারণ মানুষ… কেউ কোনওভাবে আমার ভাষাকে ছোট করলে…’ বাংলা গান নিয়ে ভাইরাল হওয়া ভিডিয়োকে ঘিরে মুখ খুললেন ইমন চক্রবর্তী। সম্প্রতি এই একটি নাম একাধিক কারণে উঠে এসেছে চর্চায়। এক দিকে যেমন অস্কারের মঞ্চে মনোনয়ন, তেমনই অন্য দিকে বাংলা ভাষাকে অপমান করা নিয়ে গায়িকার প্রতিবাদী সত্তা নজর কেড়েছে অনুরাগীমহলের। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল গত শুক্রবারের কনসার্টের ভিডিয়ো। যদিও প্রশংসার মাঝেও কিছু জনের কাছ থেকে উঠে এসেছে সমালোচনা। এই সবকিছু নিয়েই সমাজমাধ্যমে নীরবতা ভাঙলেন গায়িকা। তিনি লিখলেন, “অনেকে বলছেন আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আবার অনেকে বলছেন। ‘আপনি যখন হিন্দি গান করেন, তার বেলায়?’ অনেকে বলছেন, ‘হিন্দি গান করতে বলাটা দোষের কিছু নয়।’ আমি শুধু দু’দিন ধরে সব দেখেই গেছি, এবার কিছু কথা একটু বলি। আমি মহান হওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি অতি সাধারণ একজন মানুষ, খেটে খাই…আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইবো। কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষায় কথা বলা মানুষরা।” সেই সঙ্গে তিনি আরও লেখেন, ‘কোথাও কেউ কোনোভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব, একইভাবে প্রতিবাদ করব। তাতে কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তাহলে সেটা তাঁদের ভাবনা, আমার না। সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেই ভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.