বিনোদন

প্রখ্যাত পরিচালক সুভাষ ঘাই হসপিটালে – চিন্তিত বলিউড

‘৯০ এর দশকে মুম্বইয়ে এক বাক্যে যার নামে মানুষের আবেগ ফেটে পড়তো, তিনি পরিচালক সুভাষ ঘাই। তিনি উপহার দিয়েছেন প্রচুর বিনোদন মূলক অসাধারণ ছবি। তাঁর ছবির লিস্টে আছে – কালীচরণ, কার্জ, হিরো, বিধাতা, মেরি জং, কর্ম, রাম লিখন, তাল এবং সওদাগরের মতো চলচ্চিত্র। গত প্রায় ১০ বছর ধরে তিনি সরে গেছেন ছবি পরিচালনার জগৎ থেকে। তার পরিচালিত শেষ ছবি ‘কাঁচি’, যা ২০১৪ সালে মুক্তি পায়। হঠাৎ হসপিটালে ভর্তি হওয়ায় উদ্বিগ্ন তাঁর ভক্তরা। সুভাষের মুখপাত্র বলেছেন যে, পরিচালক ভাল আছেন। এবং তাকে নিয়মিত চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তাঁর কোনো বিপদ নেই।

৭৯ বছর বয়সি শিল্পী দুর্বলতা, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার মতো সমস্যায় ভুগছিলেন। দেরি না করে তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। পরিচালক হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। যার মধ্যে রয়েছেন কার্ডিওলজিস্ট ডাঃ নিতিন গোখলে, স্নায়ু বিশেষজ্ঞ ডাঃ বিজয় চৌধুরী এবং পালমোনোলজিস্ট ডাঃ জলিল পারকার। হাসপাতাল সূত্রে খবর, পরিচালকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মুম্বই জানাচ্ছে, ঐশ্বর্য, সলমন সহ বহু নায়ক নায়িকা তাঁর জন্যই আজকে খবরের শিরোনামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.