মানুষের ত্বক মানুষের সৌন্দর্য প্রকাশের অন্যতম প্রকাশ। সেই ত্বকের যত্নে নারকেল তেলের ব্যবহার বহুকাল ধরে চলে আসছে। আধুনিক ত্বক বিশেষজ্ঞরা মনে করেন নারকেল তেল ত্বক চর্চায় অব্যর্থ। পেয়ে যাবেন হাজারো উপকারিতা। এক সময় ভারতের প্রতিটা বাড়িতে দেখা পাওয়া যেত নারকেল তেলের। কোথাও ব্যবহার হত রান্নায়, আবার কোথাও রূপচর্চায়। হালফ্যাশনের যুগে রূপচর্চায় এখন নারকেল তেলের ব্যবহার কমেছে। কিন্তু এই সস্তার উপকরণ আজও আপনাকে নিখুঁত ত্বক ও চুল এনে দিতে পারে। প্রতিদিন যদি চুলে নারকেল তেল মাখেন, তাহলে চুলের বেশিরভাগ সমস্যাই কমে যাবে। খুশকি, চুল পড়া, রুক্ষ চুলের সমস্যা নিমেষে কমে যাবে নারকেল তেলের ব্যবহার করে। প্রতিদিন রাতে নারকেল তেল মেখে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন। যদি প্রতিদিন চুলে নারকেল তেল দেওয়ার সময় না থাকে, তাহলে উইকএন্ডকে বেছে নিন। যে কোনও হেয়ার মাস্কে নারকেল তেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতেও আপনি নারকেলের উপকারিতা পাবেন। নারকেল তেলের মধ্যে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই শুধু চুলে মাখলে চলবে না, ত্বকেও নারকেল তেল মাখতে হবে। নিয়মিত ত্বকে নারকেল তেল মাখলে আর কোনও ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়বে না। এই তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে দারুণ উপযোগী। ঠোঁটের যত্নে লিপ বাম ব্যবহার করেন? লিপ বামের খরচও বাঁচিয়ে দিতে পারে নারকেল তেল। ঠোঁটের উপর অল্প করে নারকেল তেল লাগিয়ে নিন। এতে শুষ্ক ও ফাটা ঠোঁটের সমস্যা নিমেষে দূর হবে। পাশাপাশি আপনি পাবেন গোলাপি আভা যুক্ত কোমল ঠোঁট। স্নানের সময় হাতে-পায়ে নারকেল মালিশ করতে পারেন। এতে আর বডি লোশনের প্রয়োজন পড়বে না। এছাড়া বডি স্ক্রাবের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে মৃত কোষ দূর হয়ে যাবে এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। ওয়াক্সিং বা শেভিং করার পর ত্বক খুব শুষ্ক মনে হয়? এই সময় নারকেল তেল আপনার কাজে আসতে পারে। রেজার দিয়ে শেভিং করলে তারপর অবশ্যই নারকেল তেল লাগিয়ে নিন। এতে ত্বক কোমল থাকবে।
Read Next
অফবিট
December 4, 2024
বৃষ্টির জলেই সুস্থ থাকার ‘টনিক’, উপকারিতা জানলে চমকে যাবেন!
অফবিট
December 4, 2024
প্রতিদিন পাতে এখন কলমি শাক! রক্ত হবে পরিষ্কার, রোগ যাবে দূরে
অফবিট
December 3, 2024
আন্ডার আর্মস ঝকঝকে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম
অফবিট
December 3, 2024
চুলের যত্নে ‘মেথি’
December 4, 2024
বৃষ্টির জলেই সুস্থ থাকার ‘টনিক’, উপকারিতা জানলে চমকে যাবেন!
December 4, 2024
প্রতিদিন পাতে এখন কলমি শাক! রক্ত হবে পরিষ্কার, রোগ যাবে দূরে
December 4, 2024
আগামী সপ্তাহ থেকেই ফের জাঁকিয়ে পরবে শীত, রেকর্ড পতন হতে পারে তাপমাত্রার!
December 4, 2024
আজকের রাশিফল: ৪ ডিসেম্বর ২০২৪, বুধবার – কেমন যাবে আপনার দিনটি? জানুন বিস্তারিত!
December 3, 2024
আন্ডার আর্মস ঝকঝকে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম
December 3, 2024
চুলের যত্নে ‘মেথি’
Related Articles
Check Also
Close