কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গতবারের অধিনায়ক শ্রেয়স আয়ারকে ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক বেছে নিতে হচ্ছে কেকেআরকে। দলের মধ্যে কয়েকজন প্রতিযোগীর নাম উঠে আসছে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে অজিঙ্ক রাহানে ও বেঙ্কটেশ আয়ারের। কেকেআর এই নিলামে সবচেয়ে বেশি ২৩.৭৫ কোটি টাকায় বেঙ্কটেশ আয়ারকে কিনেছে। ঘরোয়া ক্রিকেটে তিনি মধ্যপ্রদেশ দলের অধিনায়ক এবং কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও সেই দলেরই কোচ। এছাড়া, বেঙ্কটেশ আগে কেকেআরের সহ-অধিনায়ক ছিলেন। ফলে তিনি নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন।
তবে অজিঙ্ক রাহানের অধিনায়কত্বের অভিজ্ঞতা তাঁকে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে বহুবার নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও নিলামে মাত্র ১.৫ কোটি টাকায় তাঁকে কেনা হয়েছে এবং তিনি অনেকদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি। এ কারণেই তাঁর অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছে। বিদেশি ক্রিকেটার দের মধ্যে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক ও সুনীল নারাইনও অধিনায়ক হওয়ার সম্ভাবনায় রয়েছেন। ডি’কক আগে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ছিলেন। নারাইন কেকেআরের অন্য দলে নেতৃত্ব দিয়েছেন।
নিলামে কেকেআর ২১ জন ক্রিকেটার নিয়েছে, যার মধ্যে ১৫ জন নতুন। তবে এখনও অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সূত্রের খবর অনুযায়ী, রাহানেকেই অধিনায়ক করার সম্ভাবনা বেশি। অন্য দলগুলোর মধ্যে দিল্লি, লখনউ, পাঞ্জাব এবং চেন্নাইও নতুন অধিনায়ক নিয়োগ করতে পারে। দেখে নিতে হবে কোন দল কী সিদ্ধান্ত নেয়।