পশ্চিমবঙ্গে আলু ওপিঁয়াজের রপ্তানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের প্রয়োজন মিটিয়ে তবেই অন্যত্র রপ্তানি করা যাবে। রাজ্যের বাজারে আলুর দাম বৃদ্ধি ও মধ্যবিত্তের ভোগান্তি বাড়ার অভিযোগ উঠতেই এই বিষয়ে কড়া অবস্থান নেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত আলু সরকার কিনে “সুফল বাংলা” প্রকল্পের মাধ্যমে সরবরাহ করবে। তবে কিছু ব্যবসায়ী রাজ্যের চাহিদা উপেক্ষা করে বাইরের রাজ্যে আলু রপ্তানি করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সকে নির্দেশ দেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার উৎপাদিত পেঁয়াজের ৭৫ শতাংশ এখানেই থেকে রাজ্যের চাহিদা মেটানো উচিত। কিন্তু রপ্তানির ফলে দাম বাড়ছে, যা মধ্যবিত্তের ওপর চাপ সৃষ্টি করছে। তাঁর বক্তব্য পরিষ্কার, “আগে বাংলার প্রয়োজন মিটুক, তারপর বাকিরা পাবে।” এই সিদ্ধান্ত রাজ্যের কৃষকদের এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত করবে বলে তিনি আশাবাদী।