নিম ফুলের মধু “নতুন প্রমো”…আবার বছর 20 পরে…!!
প্রমো তে দেখা যাচ্ছে….. “নিম ফুলের মধু এগিয়ে গেল কুড়ি বছর। ছোট্ট পুঁটি আর এখন ছোট্ট নেই। বড় পুঁটি আর কেউ নয় “সমু সরকার”।
ঠাম্মির এখন ৯৯ বছর বয়স। সকলে তার সেঞ্চুরির অপেক্ষায়।
এদিকে জেঠু না থাকলে তার ‘ধ্যাষ্টামো করার জায়গা পাওনা’ আছে .. তার জায়গা নিয়েছে বড় জেঠু মানে অয়ন।
কৃষ্ণা ব্যস্ত তার বাবুর বাবু মানে সৃজনের ছেলেকে নিয়ে।
কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হারিয়ে গেছে সৃজন। কি কারণে হারিয়ে গেছে যদিও সেটা এখানে বলা নেই। হয়তো সৃজনের স্মৃতি হারিয়ে গেছে… কিংবা অন্য কোন কারণও থাকতে পারে।
এদিকে দেখা যাচ্ছে পর্ণা ব্লগিং করা ছেড়ে দিয়েছে।সে সৃজনের দুঃখে কাতর হয়ে গেছে।
এই সময় বাড়িতে আসে পুলিশ। আর পর্ণাকে বলে শেষবারের মতো একটা কুখ্যাত গুন্ডাকে ধরার কাজে সাহায্য করতে। তারা পর্ণাকে একটা ছবি দেখায়।যদিও ছবিটায় মুখ ঢাকা ছিল। কিন্তু চোখ দুটো দেখেই পর্ণা চিনতে পারে এটা তার সৃজন।
অন্যদিকে সৃজনকে দেখা যাচ্ছে একবারে অন্যরূপে ।সে একটা কুখ্যাত গুন্ডা হয়ে গেছে। তার আবার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে। তার নাম মোহিনী…!!