খেলা

ভেঙে দিলেন ২৭ কোটি টাকায় বিক্রি হওয়া ঋষভ পন্থের দ্রুততম রেকর্ড

আফশোষটা ছিলই। যেন সুদে-আসলে জ্বালাটা মেটালেন উরভিল প্যাটেল। নিজে অবিক্রিত এবারের আইপিএল নিলামে। তিনিই ভেঙে দিলেন ২৭ কোটি টাকায় বিক্রি হওয়া ঋষভ পন্থের দ্রুততম রেকর্ড। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি হাঁকালেন গুজরাটের ক্রিকেটার উর্ভিল প্যাটেল। ২০১৮ সালে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। এতদিন ঘরোয়া ক্রিকেটে সেটাই ছিল দ্রুততম সেঞ্চুরির নজির। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই এই রেকর্ড গড়েছিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। এদিন তা ভেঙে দিলেন উর্ভিল। উর্ভিলের ইনিংসে ৭টা চার ও ১২টা ছয়। থামেন ৩৫ বলে ১১৩ রানে। এটাই প্রথম নয়। গতবছরও ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ৪১ বলে ১০০ রান করেছিলেন উর্ভিল। তবে একটুর জন্য বিশ্ব ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারলেন না তিনি। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন সাইপ্রাসের বিরুদ্ধে। মাত্র এক বলের জন্য তাঁকে ছোঁয়া হয়নি গুজরাটের তরুণ ক্রিকেটারের। এখন দেখার, মেগা নিলামে যাঁকে নেওয়ার জন্য কোনও দল বিড পর্যন্ত করেনি, এমন রেকর্ড দেখার পর আগামী আইপিএলে কোনও দল তাঁকে নেয় কিনা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.