বর্ডার-গাভাসকর ট্রফি সামনে। ভারতীয় টিম ইতিমধ্যে অস্ট্রিলিয়ায় অনুশীলন শুরু করেছে। আর তাতেই একাধিক বিপত্তি। ইতিমধ্যেই অনুশীলনের সময় সরফরাজ খানের চোট পাওয়ার খবর সামনে এসেছে। এবার বর্ডার- গাভাসকর ট্রফির আগে টিম ইন্ডিয়ার দুশ্চিন্তা আরও বাড়ল। কেননা এবার চোট পেলেন টিম ইন্ডিয়ার আরও এক নির্ভরযোগ্য ক্রিকেটার। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারত পূর্ণ শক্তির দল নামাতে পারবে কিনা সন্দেহ। টিম ইন্ডিয়ার ক্ষেত্রে একটা খুবই দুশ্চিন্তার খবর। ভারতীয় ক্রিকেটাররা আন্তঃস্কোয়াড ম্যাচ পরিস্থিতিতে নিজেদের প্রস্তুতি সারছিলেন। সেখানেই ঘটলো বিপত্তি।
ভাইরাল ভাডিওতে দেখা যাচ্ছে, ব্যাট করার সময় কনুইয়ে চোট পান লোকেশ রাহুল। একটি লাফিয়ে ওঠা বলে ডান কুনইয়ে চোট পান লোকেশ রাহুল। তিনি একটু সময় নিয়ে হাত ঝাঁকিয়ে পুনরায় ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পারেননি। তড়িঘড়ি মাঠে নামতে হয় ফিজিওকে। মাঠে প্রাথমিক শুশ্রুষা নিয়েও ব্যাটিং জারি রাখতে পারেননি লোকেশ রাহুল। ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে হয় লোকেশকে। সিরিজ শুরুর আগেই ভারতের কাছে এই খবর যে খুব একটা স্বস্তির নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। লোকেশ রাহুলের চোট কতটা গুরুতর, সেটা এখনও জানা যায়নি। বিসিসিআইয়ের তরফেও লোকেশের চোট নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি।