ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের লড়াই। আবার বাগানের প্রাক্তনদের বিরুদ্ধে বর্তমানের লড়াইও বলা যায়। রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে যুযুধান দুই প্রতিপক্ষ। তবে ধার কমেছে ওড়িশার। বাগান যখন জয়ের হ্যাটট্রিকে ফুটছে, তখন সের্জিও লোবেরার ওড়িশা এফসি গত দুটি ম্যাচে জয় না পেয়ে কিছুটা হলেও চাপে রয়েছে। ওড়িশা ৭ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয় পেয়েছে। তবু ওদের মাটিতে মোলিনা সমঝেই খেলাতে চান। কলিঙ্গবাহিনীতে তাঁর দলের দুই প্রাক্তনী রয়েছেন, রয় কৃষ্ণা ও হুগো বুমৌস। মোলিনাও তা জানেন। তবে তিনি রয়দের প্রাক্তন ফুটবলার হিসেবে নয়, প্রতিপক্ষের বিপজ্জনক অ্যাটাকার হিসেবেই আটকানোর ছক তৈরি করছেন। তাঁর সাফ কথা, ‘প্রাক্তন দলের বিরুদ্ধে খেললে যে কোনও ফুটবলারই অতিরিক্ত মোটিভেশন নিয়ে খেলে, যাতে আরও ভাল খেলা দেখাতে পারে তারা। রয় ও বুমৌস ভাল ফুটবলার। তবে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হওয়ার জন্য ওরা বাড়তি উজ্জীবিত হয়ে খেলবে কি না জানি না। তবে এটুকু বলতে পারি, ভাল ফুটবল খেলার জন্য ওদের জায়গা দেব না আমরা’। বাগান জিতলে শীর্ষে ওঠার লড়াইয়ে বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট পার্থক্য কমবে। এই ম্যাচে স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট নাও খেলতে পারে, এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় কোচের কাছে। তবে সেরা দিনে যে কেউই ম্যাচ বের করে নিতে পারেন বলে ধারণা মোলিনার।
Read Next
খেলা
November 13, 2024
ভোটাধিকার প্রয়োগ করতে গেলেন ক্রিকেট আইকন মহেন্দ্র সিং ধোনি
খেলা
November 13, 2024
মাঠে কামব্যাক করছেন মহম্মদ শামি
খেলা
November 13, 2024
বর্ডার-গাভাসকর ট্রফির মাত্র ১০ দিন বাকি
খেলা
November 13, 2024
সূর্য ব্রিগেড সেলিব্রেশনে মাতল সঞ্জুর বার্থ ডে’তে
November 13, 2024
ভোটাধিকার প্রয়োগ করতে গেলেন ক্রিকেট আইকন মহেন্দ্র সিং ধোনি
November 13, 2024
মাঠে কামব্যাক করছেন মহম্মদ শামি
November 13, 2024
বর্ডার-গাভাসকর ট্রফির মাত্র ১০ দিন বাকি
November 13, 2024
পারথে পৌঁছেই ওয়াকায় অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া,কিন্তু বিরাট কোহলি কোথায়?
November 13, 2024
সূর্য ব্রিগেড সেলিব্রেশনে মাতল সঞ্জুর বার্থ ডে’তে
November 13, 2024
‘ভারত বয়কট’ এর ডাক শোনা যেতেই আইসিসিও পাল্টা চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে
Related Articles
Check Also
Close
-
পাকিস্তানের পরবর্তী কোচ হতে পারেন জাদেজা! মিললো ইঙ্গিতDecember 7, 2023