ফিল্ম ইনডাস্ট্রি এক আজব জগৎ। কখন যে কার ভাগ্য কোথা দিয়ে খুলে যায়, তা কেউ বলতে পারে না। এমন ঘটনা ঘটেছে মুম্বইয়ের বহু শিল্পীর জীবনে। অভিনয় জীবনের শুরুতে বহু উপেক্ষা পেয়েছেন। বাতিল হয়েছেন অডিশন থেকে। প্রডিউসাররা মুখের উপর ‘না’ বলে দিয়েছে। হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তবে হাল ছাড়েননি। লেগেছিলেন পিছনে। আর সাফল্যও এসেছে। আজ এমন একজনের কথা বলব, যিনি উঠতে বসতে গঞ্জনা সহ্য করেছেন। অপমানিত হয়েছেন, তবে এখন তিনি সুপারস্টার! গোটা দুনিয়া তাঁকে কুর্নিশ করে। ইনি আর কেউ নন,
ইনি শিল্পা শেঠি!
এখন প্রচুর রিয়ালিটি শো হয়। আর সেখান থেকেই প্রকাশ্যে আসে অনেক না জানা সংবাদ। ‘Humans of Bombay’-এর এক অনুষ্ঠানে শিল্পা নিজমুখে স্বীকার করেছেন তাঁর ব্যক্তিগত জীবনের অন্ধকার অধ্যায়ের কথা। তাঁর কথায়, “কালো, রোগা এবং লম্বা ছিলাম, যখন অভিনয়ে এসেছিলাম। স্নাতক হওয়ার পর বাবার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। সঙ্গে নতুন কিছু করতে চেয়েছিলাম যা আমাকে আনন্দ দেবে। তবে ভাবিনি কখনও যে সুযোগ পাব।” ফ্যাশন শোতে এমনিই মজা করে অংশ নিয়েছিলেন শিল্পা একবার। ফটোগ্রাফার একটা ছবি তুলেছিলেন তাঁর। সেই শুরুয়াত। কী ভাবে যে ফ্যাশনের দুনিয়ায় এসে পড়লেন নিজেও বুঝতে পারেননি নায়িকা। ফ্যাশন শোতে এমনিই মজা করে অংশ নিয়েছিলেন শিল্পা একবার। ফটোগ্রাফার একটা ছবি তুলেছিলেন তাঁর। সেই শুরুয়াত। কী ভাবে যে ফ্যাশনের দুনিয়ায় এসে পড়লেন নিজেও বুঝতে পারেননি নায়িকা। এভাবেই তিনি এই মুহূর্তে একটা অন্যতম নাম হয়ে উঠেছে। হিন্দি বলতে পারতেন না, ক্যামেরার সামনে নার্ভাস হয়ে যেতেন। এক সময় বুঝলেন, কেরিয়ার শেষ। প্রোডিউসাররা তাঁকে বাতিল করে দিচ্ছিল। অথচ চেষ্টার ত্রুটি রাখেননি শিল্পা। কিন্তু লড়াই চালিয়ে গেছেন। তারপরেই একের পর এক হিট ছবি। আর পিছনে ফিরে তাকাতে হয় নি।