ভারতের জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা ঘোষণা করেছেন যে তিনি এই মরশুমের শেষে ক্রিকেট থেকে অবসর নেবেন। ত্রিপুরা ছেড়ে তিনি এই বছরই বাংলায় ফিরেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে এবারের ঘরোয়া মরশুমেই বাংলা দলের হয়ে শেষবার মাঠে নামবেন।
ইতিমধ্যেই রনজি ট্রফিতে বাংলা তিনটি ম্যাচ খেলেছে এবং সামনেই কর্নাটক ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচও হবে ঘরের মাঠে। বাংলা যদি নকআউট পর্বে না পৌঁছায়, তাহলে কলকাতাতেই ঋদ্ধির অবসরের শেষ ম্যাচটি হবে। রোববার নিজের অবসরের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করতে গিয়ে আবেগঘন ঋদ্ধি লেখেন, “এই মরশুমই আমার শেষ। শেষবারের মতো বাংলার হয়ে খেলতে পেরে আমি গর্বিত। যাঁরা এই যাত্রায় পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই মরশুমটাকে স্মরণীয় করে রাখতে চাই।”
এই শেষ মরশুমে ঋদ্ধির প্রধান লক্ষ্য বাংলাকে রনজি ট্রফি জেতানো। তবে তিনি এবার সাদা বলের ক্রিকেট থেকে বিরত থাকবেন এবং আইপিএল নিলামেও অংশ নেননি। তিনি লাল বলের ক্রিকেট থেকেই অবসর নিতে চান।ক্রিকেট থেকে অবসর নিলেও ঋদ্ধি বাংলা দলের সাথেই যুক্ত থাকতে পারেন। সম্ভাবনা রয়েছে যে তিনি বাংলা দলের উইকেটকিপিং কোচের ভূমিকা নিতে পারেন। কোচ না হলেও অন্য কোনো ভূমিকা নিয়ে দলকে সহযোগিতা করার ইচ্ছে রয়েছে তাঁর।