পশ্চিমবঙ্গ

এবার উলটপুরান! বিধানসভা উপনির্বাচনে শাসক দলের প্রার্থীর প্রচারে একজোট হয়ে গেলেন তিন প্রধানের কর্তারা

ময়দানে রাজনৈতিক ব্যক্তিদের দেখা যায় বিভিন্ন ক্লাবের বিভিন্ন পদে। কিন্তু রাজনীতিতে ময়দানের কর্তাদের সরাসরি কখনও নামতে দেখা যায়নি। এবার সেই নজির ভাঙল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমর্থকরা একজোট হয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন, এবার উলটপুরান। বিধানসভা উপনির্বাচনে শাসক দলের প্রার্থীর প্রচারে একজোট হয়ে গেলেন তিন প্রধানের কর্তারা। সেইসঙ্গে আবার আইএফএ সচিবও। দরাজ গলায় উন্নয়নের সার্টিফিকেট দিলেন নৈহাটির তৃণমূল প্রার্থীকে। সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়, তাতেই তৃণমূল প্রার্থীকে দক্ষ সংগঠক বলে জানান তাঁরা। রাজনীতিতে নামলে রাজনীতি হবেই। ময়দান কর্তাদের ভূমিকা নিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্লাব কর্তাদের একটি রাজনৈতিক দলের প্রার্থীদের হয়ে সরাসরি সমর্থনের বিষয়টি অনৈতিক ও লজ্জার বলেই জানান তিনি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর দৃষ্টি আকর্ষণ করে চিঠিও পাঠিয়ে দেন শুভেন্দু। জল কতদূর গড়ায়, তাই এখন দেখার!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.