ভোটের রাজনীতির আলোচনা নচিকেতার গান দিয়ে শুরু করলেন অম্বরিশ ভট্টাচার্য। যদিও কুড়ি বছর আগে লেখা গানের সঙ্গে সহমত পোষণ করেন না নচিকেতা চক্রবর্তী। গত কুড়ি বছরের মানুষের সচেতনতা অনেকটাই বেড়েছে, আমরা ভোট দিয়ে বটে কিন্তু খোদার খাসি নই। ক্ষমতা সম্পূর্ণই আমাদের হাতে এমন কথাই জানালেন অম্বরিশ।
অমরেশ ভট্টাচার্যের সঙ্গে উত্তর কলকাতার জয়ী সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়েছে? তিনি মুকেশ মৃত হাসি রেখে জানান তাদের পাড়ায় প্রচারে আসেন তবে তাকে তিনি চেনেন না, হয়তো তখন তিনি বাড়ি থাকেন না বলে। তবে অম্বরিস মনে করেন তিনি নিশ্চয়ই কোন উন্নয়নমূলক কাজ করেছেন তবে তিনবারের সাংসদ হতে পেরেছেন।
তবে অবশ্য ভোটের পরে অধিকাংশ প্রতিনিধিকেই দেখা যায় না এলাকায়। তিনি মনে করেন ভোটের পরে প্রত্যেক প্রতিনিধিকেই তাদের বিজয়ী অঞ্চলে একবার করে আসা উচিত। শুধু ভোট চাওয়ার জন্য অঞ্চলে এলে হবেনা তার বাইরেও বেরোতে হবে।