দিনে ঝলসানো গরম, রাতে সূর্যাস্ত হলেও সেই গরমে তাপ রয়ে যাচ্ছে। পাখার নিচে থাকলেও ঘেমে স্নান করে যেতে হচ্ছে। এরই মধ্যে আবার গত বছরের বিদ্যুৎ বিভ্রাটের কথা মনে করিয়ে জায়গায় জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা শুরু হয়ে গিয়েছে। ভুক্তভোগীদের দাবি কাউকে জানিও লাভ হচ্ছে না।
সিইএসসি তরফ থেকে জানানো হয়েছে বিদ্যুতের চাহিদা এবং যোগানে কোনরকম সমস্যা নেই তবে কিছু জায়গায় ফিউজ এ সমস্যা দেখা দিয়েছে এটি শীতকালেও ঘটতে পারে। এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য বেআইনি বিদ্যুৎ সংযোগ এবং আবেদনহীন এসির ব্যবহারকে দায়ী করা হয়েছে।
বুধবার রাত থেকেই সিএসসির বিরুদ্ধে বিভিন্ন রকমের পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা গেল। বিশেষ করে উত্তর ও দক্ষিণ দমদম সিঁথি এলাকা থেকে বেশিরভাগ মানুষ এই পোস্ট করেছেন। কিউ লিখছেন রাত বারোটা বাজলে বিদ্যুৎ চলে যাবার সমস্যা দেখা দিয়েছে আবার কেউ জানাচ্ছেন ১০ ঘন্টা কেটে গেল সিরিয়াস থেকে খবর দিয়ে কোন লাভ হয়নি।