বিক্ষুব্দ বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। নন্দীগ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য। নন্দীগ্রামের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপাংশু ভট্টাচার্য বিজেপির এই জুলুমবাজির চরম নিন্দা করেছেন।
দেবাংশু ভট্টাচার্য নিজের হাতে সেই তালা ভাঙলেন। এই ঘটনার সূত্রপাত হয়েছে মুখ্যমন্ত্রীর এক মন্তব্য কে ঘিরে। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ভোট প্রচারে গিয়ে বলেছিলেন পূর্ব মেদিনীপুর গাদ্দারের জায়গা। বিজেপি নেতারা সেই ক্ষোভেই ফেটে পড়ে নন্দীগ্রামের কার্যালয় তালা ঝুলিয়ে দেয়। বিজেপি নেতাদের বক্তব্য পূর্ব মেদিনীপুর ক্ষুদিরাম বসু বিদ্যাসাগরের জন্মস্থান সেই জায়গাকে মুখ্যমন্ত্রী গাদ্দারের জায়গা বললেন।
বিজেপি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেসের কার্যালয় তালা ঝুলিয়ে দেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয় মুখ্যমন্ত্রী যদি এই মন্তব্যে ক্ষমা চাইলে তবেই তাদের চাবি ফিরিয়ে দেবেন। সেই কারণেই দেবাংশ নিজে গিয়ে তাদের কার্যালয়ে তালা ভেঙে আবারো যথারীতি কার্যক্রম শুরু করেছেন।