মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিন সকালে রেড রোডে বিজেপিকে তোপ দাগালেন। তিনি জানালেন রাজ্যে সংশোধিত আইন জাতীয় নাগরিকপঞ্জি তিনি মানবেন না। মমতার মঞ্চ থেকে বার্তা তারা বিজেপির বিরুদ্ধে লড়ছেন তাই বাংলায় একটা ভোট তাদের দিকে যেন না যায়।
মমতা সঙ্গে ছিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ও তার বক্তৃতা রাখলেন। উল্লেখ্য, বালুরঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করে জানিয়েছিলেন সি এ এ নিয়ে মমতা ভয় ছড়াচ্ছেন। তিনি জানিয়েছেন বাংলার মানুষের কাছে হাতজোড় করে তিনি অনুরোধ করছেন ভয় না পেয়ে যারা শরণার্থী আছেন তারা তাদের নাগরিকত্বের জন্য আবেদন করুন।
মমতা বক্তব্যের শুরুতেই ঐক্যতা বজায় রাখার জন্য আবেদন জানান। মমতা জানিয়েছেন বাংলার মানুষ যদি এককটা থাকে তাহলে তাদের কেউ আলাদা করতে পারবে না বিজেপির নাম না করেই তিনি স্পষ্ট জানিয়ে দেন আমরা এনআরসি এবং সিএএ করতে চাই না। সমন্বয় চায় বাংলা।