সিদ্ধার্থ সরকার, ‘ক্যাকটাস’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক, যাঁকে আমরা সিধু নামেই চিনি। কিন্তু কীভাবে একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র গানের জগতে এসে পৌঁছালেন? এই প্রতিবেদন তারই গল্প।
২০০৩ সালে, সিধু শিয়ালদহের বিআর সিং হাসপাতালে ডিএনবি-র ছাত্র ছিলেন। পাশাপাশি ‘ক্যাকটাস’ ব্যান্ডে গান গাইতেন। ব্যান্ড জনপ্রিয়তা লাভ করতে শুরু করে, শো-এর সংখ্যা বেড়ে যায়। অন্যদিকে, হাসপাতালে ডিউটির চাপও বাড়ছিল।
২০০৩ সালের ৩ ফেব্রুয়ারি, বইমেলায় গানের আমন্ত্রণ ছিল সিধুর। কিন্তু সেদিনই তার ২৪ ঘণ্টার ডিউটি ছিল হাসপাতালে। অনেক অনুরোধ করেও ডিউটি পরিবর্তন করা সম্ভব হয়নি।
এই ঘটনার পর সিধু বুঝতে পারেন, দু’নৌকায় পা রেখে চলা সম্ভব নয়। পরের দিন তিনি হাসপাতাল থেকে চিঠি দিয়ে চলে যান।