বহরমপুরের জনপ্রিয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, যাকে স্থানীয়রা ‘দাদা’ বলে ডাকে, তিনি লোকসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত। কিন্তু তার নির্বাচনী এলাকার কান্দি থানার রণগ্রাম গ্রামে কংগ্রেসের কোনও প্রচারণার দেওয়াল লিখন চোখে পড়ছে না।
কারণ, নির্বাচনী খরচের চাপে দেওয়াল লিখন সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে গ্রামের ১১ জন দিনমজুর পরিবারের গৃহবধূ, যারা ছাগল পালন করে সংসার চালান, তারা ‘দাদা’র প্রতি ভালোবাসা থেকে নিজেদের সাধ্যমতো অর্থ তুলে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়।
রবিবার, এই মহিলারা জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে অধীর চৌধুরীর হাতে নগদ ১১ হাজার টাকা তুলে দেন। নীলমণি মণ্ডল, এই উদ্যোগের মুখ্য স্থপতি, বলেন, “আমাদের মনে হয়েছিল দাদাকে কোনওভাবে সাহায্য করা উচিত। তাই আমরা মা-বোনেরা ঠিক করি যে যতটা পাবর টাকা জোগাড় করে দাদার হাতে তুলে দেব।”