পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ১৯ টি বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (WBPRMS) নামক একটি পোর্টাল তৈরি করা হয়েছে।
আবেদনকারীরা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে নিজস্ব আইডি তৈরি করতে পারবেন। এরপর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
লগইন করার পর প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরির পর শূন্যপদ অনুযায়ী আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি:
1. প্রোফাইল তৈরি:
– ড্যাশবোর্ডের ডানদিকে “Recent Recruitment Drives” টেবিলে বিভিন্ন জেলার শূন্যপদের বিবরণ দেখা যাবে।
– শূন্যপদের পাশে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে।
– আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
– প্রতিটি অপশন পূরণ করার পর লাল রঙ থেকে সবুজ রঙে পরিবর্তিত হবে।
– সমস্ত অপশন সবুজ হলে “Confirm and Save” অপশনে ক্লিক করতে হবে।
– Declaration চেকবক্সে ক্লিক** করতে হবে।
– “Application Preview & Submit” অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হবে।
– “Download Application” অপশনে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।