বলিউড অভিনেতা রাজকুমার রাও, যিনি ‘কাই পো চে’, ‘নিউটন’, ‘ট্র্যাপ’, ‘স্ত্রী’ এবং ‘সিটি লাইটস’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত, তিনি একজন অভিনেতা যিনি সবসময় নতুন কিছু দিয়ে দর্শকদের মুগ্ধ করে থাকেন।
এবার তিনি শিল্পপতি শ্রীকান্ত বোলারের বায়োপিকে অভিনয় করছেন। শ্রীকান্ত একজন দৃষ্টিহীন শিল্পপতি যিনি বোলান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা।
শুক্রবার প্রকাশিত টিজারে রাজকুমারের অভিনয় দারুণ। তিনি চরিত্রের জন্য নিজেকে পুরোপুরিভাবে রূপান্তরিত করেছেন।
শ্রীকান্ত ১৯৯১ সালে অন্ধ্রপ্রদেশের মাছিলিপত্তনমে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগতভাবেই দৃষ্টিহীন ছিলেন। ছোটবেলা থেকেই তাদের সংসার চলত চাষবাস করে।
ক্লাস টেনের পর বিজ্ঞান নিয়ে পড়তে চাইলেও তাকে অনুমতি দেওয়া হয়নি। বিজ্ঞান নিয়ে পড়ার জন্য তিনি মামলাও করেছিলেন। ৬ মাস অপেক্ষার পর তিনি নিজ দায়িত্বে এই বিষয়ের অনুমতি পান এবং ৯৮ শতাংশ নম্বর পেয়ে শীর্ষস্থানে রয়েছেন।