বিনোদন

আইপিএল বা ভোট কোন কিছুই প্রভাব ফেলবে না মির্জার ওপর! আত্মবিশ্বাসী অঙ্কুশ

 

ইদের মুখে ‘মির্জা’ প্রসঙ্গে অঙ্কুশ বললেন  ইদের মুখে, ভোটের মরশুম এবং আইপিএল– এমন সময় ‘মির্জা’ আসছে (৯ এপ্রিল)। চিন্তা নেই। ‘মির্জা’ ইটসেলফ ইজ অ‌্যান ইভেন্ট।গরমের প্রভাব মির্জাতে কোন প্রভাব ফেলবে কিনা সেই প্রসঙ্গে অঙ্কুশ সংবাদ মাধ্যমের কাছে জানান  ছবির মুড ঠিক থাকলে, আর মানুষের মনে উত্তেজনা থাকলে কোনও কিছুই আটকাতে পারে না মানুষকে হলমুখী হতে। গরমটা তো খুবই সামান‌্য একটা অজুহাত।প্রযোজক অঙ্কুশ প্রযোজক হিসেবে সফল কিনা সে ক্ষেত্রে তিনি বলেন  প্রযোজক হওয়া তার খুব পরিকল্পনা মাফিক নয়, হঠাৎ করে হওয়া। নিজের জমানো টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন। প্রথমত তাকে দুর্ধর্ষ কোয়ালিটির প্রোডাক্ট বানাতে হবে এবং পরে ভাববেন বিজনেসের কথা বলে তিনি মনে করেন।

ঐন্দ্রিলা কীভাবে মির্জা বইতে এলেন সেই প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন চরিত্রটা ভালো লেগেছিল। তাও কিছু জায়গায় মনে হয়েছিল, এরকম হলে ভালো। পরে দেখলাম ও আরও অনেককিছু ভেবে রেখেছে। তখন মনে হল, এতটা ভরসা কী করে আমার ওপর আছে!’মির্জা’র ইউএসপি নিয়ে অঙ্কুশ বলেন সবথেকে বড় ইউএসপি ‘জনার’। এটাই মানুষ চাইছে। কিন্তু মেকিংয়ের অভাব বলে ভরসা করতে পারছে না। আমাদের লক্ষ‌্য ছিল, ‘মির্জা’-কে দেখতে যেন ওয়ান অফ দ‌্য মোস্ট প্রিমিয়াম লুকিং ফিল্ম বলে মনে হয়। ইন্ডাস্ট্রির পলিটিক্স কি সিনেমাতে কোন প্রভাব ফেলতে পারে এই প্রসঙ্গে অঙ্কুশ সংবাদমাধ্যমে কে জানান  একদমই না। যারা ছবির সঙ্গে জড়িয়ে, তাদের কাছে এটা ‘বেবি’র মতো স্বাভাবিকভাবে। যারা জড়িয়ে নেই তারাও সমর্থন করেছে।ঐন্দ্রিলার নাচ সাত-আটদিন ধরে প্রাকটিস করেছে। খুব ভালো কোরিওগ্রাফার হিসেবে রাহুলকে পেয়েছে। ঐন্দ্রিলা কে  সে পুরো তৈরি করে দিয়েছিল। বয়ফ্রেন্ড যখন প্রযোজক হন তখন তার অভিব্যক্তি কি রকম সেই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে অঙ্কুশ জানান তাদের  ১৩ বছরের সম্পর্ক। তার মধ্যে অঙ্কুশ ও ঐন্দ্রিলা একসঙ্গে কাজ করলাম ‘ম‌্যাজিক’-এ, সেটা ২০২০ সাল।  গত আট বছরে কিন্তু কিছুই করেননি। তার লজ্জা লাগে ঐন্দ্রিলার  ব‌্যাপারে রেকমেন্ড করতে।

রাজনীতি তে যোগদান প্রসঙ্গে অঙ্কুশ বলেন তিনি  কাজ, শুটিং, বাড়ি নিয়েই থাকেন, রাজনীতি বোঝেন না। আর মানুষের পাশে দাঁড়ানো–তিনি আমফান, কোভিডের সময়েও করেছেন।  যতটুকু পেরেছেন করেছেন মানুষের জন্য, ওতেই শান্তির ঘুম। অঙ্কুশ মনে করেন রাজনীতি বিষয়টি এমন সেটা যদি কেউ সঠিকভাবে না বোঝে তাহলে তাতে অংশগ্রহণ না করাই ভালো।আবার ঐন্দ্রিলা বলেছেন তার কাছে অনেকবারই রাজনীতির অফার এসেছে। তিনি ভেবে দেখেছেন তার ভালোবাসার জিনিসটা কী? অভিনয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.