অভিজিৎ সেন পরিচালিত প্রধান নামক সিনেমাটিতে প্রথম বার দেব এবং সৌমিতৃষাকে একসঙ্গে জুটিবাধতে দেখা যায়। সৌমিতৃষা ছোট পর্দায় মিঠাই নামে যথেষ্ট পরিচিত মুখ। প্রধানের অভিনয়ের মধ্যে দিয়ে তার বড় পর্দায় আত্মপ্রকাশ প্রথমবার ঘটে। দেব ছাড়াও এই বইটিতে অভিনয় করেছেন আরো অনেক তারকারা। সিনেমাটি ২০২৩ সালের ২২ শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল এবং দেখতে দেখতে বইটি ১০০ দিন পার করে ফেলল।সেই আনন্দের খবর সমাজমাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করেছেন এই সিনেমার প্রধান অভিনেতা দেব।
সমাজমাধ্যমে আনন্দের সঙ্গে তিনি দর্শকদেরও ধন্যবাদ দিয়েছেন। কারণ তার বইটি ১০০ দিন পার করার জন্য দর্শকদের যথেষ্ট ভূমিকা রয়েছে। দেব অভিনীত এই বইটি যখন মুক্তি পায় সেই সময় আরও দুটি বই মুক্তি পেয়েছিল। একটি হল মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা এবং আরেকটি ছিল শাহরুখ খান অভিনীত ডাংকি। সুতরাং প্রতিযোগিতার এই দৌড়ে প্রধান বইটি যে ১০০ দিন পার করেছে তাতে নিঃসন্দেহে দর্শকদের একটা বড় হাত আছে বলে দেব মনে করেন। দর্শকরা ডাংকি এবং কাবুলিওয়ালা দুটোকেই উপভোগ করেছেন তবে প্রধান বইটিও যে তারা যথেষ্টভাবে উপভোগ করেছে তার প্রমাণ হলো তাদের ১০০ দিন পূর্ণ হওয়া।
প্রধান যে কাবুলিওয়ালা কে পেছনে ফেলে দিয়ে এগিয়ে চলেছিল তার প্রমাণ হলো বইটি মুক্তি পাবার একমাস পরে প্রধানের যেখানে কালেকশন হয়েছিল ৪. ৪৫ কোটি সেখানে কাবুলিওয়ালার কালেকশন হয়েছিল ২. ৫২ কোটি।