প্রযুক্তি সঙ্গীতশিল্পীদের জন্য বরদান না অভিশাপ?এই প্রশ্নের উত্তর খুঁজতেই সম্প্রতি সঙ্গীতের ‘পাইরেসি’ এবং ‘কপিরাইট’ সংক্রান্ত একটি আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।
নতুন প্রজন্মের সচেতনতা,
জিৎ মনে করেন, প্রযুক্তি এবং রিয়্যালিটি শো নতুন শিল্পীদের পরিচিতি দিলেও, তাদের ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস’ নিয়ে সচেতনতা কম।
পশ্চিমা সঙ্গীতশিল্পীদের তুলনায়,
পাশ্চাত্যের শিল্পীরা রয়্যালটির মাধ্যমে বিলাসবহুল জীবনযাপন করলেও, ভারতে এখনও অনেক শিল্পী রয়েছেন যারা রয়্যালটি পান না।
নতুন প্রজন্মের সম্ভাবনা,
লকডডাউনের সময় ডিজিটাল মাধ্যমে অনেক নতুন শিল্পী উঠে এসেছেন। জিৎ মনে করেন, সিনেমার গানের চেয়ে মৌলিক গানই বেশি জনপ্রিয় হচ্ছে এবং নতুনদের মধ্যে অনেকেই খ্যাতি পেয়েছেন।