লোকসভা নির্বাচন ২০২৪ সামনে রেখে বাংলায় বিজেপির ঘোষিত বেশ কয়েকটি আসনের প্রার্থীদের নিয়ে দলের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শুক্রবার সল্টলেকে বিজেপি দপ্তরে দলের সংগঠন ও প্রচার বিষয়ক বৈঠকে এই ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে।
ক্ষোভের কেন্দ্রে রয়েছেন দমদম, বারাসত, রানাঘাট, রায়গঞ্জ, জয়নগর ও মালদহ (দক্ষিণ) কেন্দ্রের প্রার্থীরা।
শীলভদ্র দত্তকে প্রার্থী করা হয়েছে। দলের কর্মীদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর চাপে তাকে প্রার্থী করা হয়েছে।
বারাসত:স্বপন মজুমদারকে প্রার্থী করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছে।
রানাঘাট:বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে প্রার্থী করা হয়েছে। তাঁকে নিয়েও দলের অন্দরে ক্ষোভ রয়েছে।রায়গঞ্জ: বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরিকে দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জে শুভেন্দুর ঘনিষ্ঠ কার্তিক পালকে প্রার্থী করা হয়েছে।