চাকরির খবর

রেলে চাকরির মেগা সুযোগ! 9000 শূন্যপদে নিয়োগ

 

ভারতীয় রেলে 9000 শূন্যপদে নিয়োগের সুযোগ এসেছে। টেকনিশিয়ান গ্রেড I ও II পদে আবেদন করতে পারবেন ক্লাস 10 পাশ বা ITI উত্তীর্ণ প্রার্থীরা। 4 এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

শূন্যপদ:

টেকনিশিয়ান গ্রেড I – 4500
টেকনিশিয়ান গ্রেড II – 4500

যোগ্যতা:

কোনও স্বীকৃত বোর্ডের দশম উত্তীর্ণ
ITI পাশের শংসাপত্র (NCVT বা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে)

বয়স সীমা:

টেকনিশিয়ান গ্রেড I – 18-36 বছর
টেকনিশিয়ান গ্রেড II – 18-33 বছর
সংরক্ষিত শ্রেণির জন্য বয়সসীমায় ছাড় প্রযোজ্য

বেতন:

টেকনিশিয়ান গ্রেড I – 29,200 টাকা (বেসিক)
টেকনিশিয়ান গ্রেড II – 19,000 টাকা (বেসিক)

প্রার্থী নির্বাচন:

কম্পিউটার ভিত্তিক টেস্ট (CBT)
ইন্টারভিউ
নথি যাচাই ও মেডিক্যাল টেস্ট

আবেদন প্রক্রিয়া:

RRB-র অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন
মূল বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্ক দেখুন
বিজ্ঞপ্তি ভালো করে পড়ে লিঙ্কে ক্লিক করুন
ফর্ম পূরণ করুন
নথি আপলোড করুন
আবেদনের ফি জমা দিন
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ – 4 এপ্রিল

আবেদনের ফি:

তফশিলি জাতি, উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, বিশেষভাবে সক্ষম ও মহিলা – 250 টাকা
অন্যরা – 500 টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.