এবার থেকে ভোটকর্মীদের ভোট ডাকযোগে পাঠানো হবে না। বরং, তাদের ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট “ফেসিলিটেশন সেন্টার” স্থাপন করা হবে। এই ব্যবস্থার উদ্দেশ্য হলো ভোটকর্মীদের ভোটের সুরক্ষা নিশ্চিত করা।
ভোটকর্মীদের প্রশিক্ষণের সময় ১২ ও ১২এ ফর্ম দেওয়া হবে।
এই ফর্ম পূরণ করে ভোটকর্মীরা মহকুমা স্তরের ফেসিলিটেশন সেন্টারে ভোট দেবেন।
যারা মহকুমা স্তরে ভোট দিতে পারবেন না, তারা জেলাশাসকের কার্যালয়ের পাশে স্থাপিত ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে পারবেন।ভোটের নির্দিষ্ট দিনের তিন থেকে এক দিন আগে ভোটকর্মীদের ভোট দিতে হবে।
ভোট দেওয়ার পর ব্যালট ড্রপ বক্সে জমা দেওয়া হবে।
রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট সংশ্লিষ্ট বিধানসভার বক্সে স্থানান্তরিত করা হবে।