কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পরকলা প্রভাকর ফের একবার লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদিকে অস্বস্তিতে ফেললেন। তিনি এবারে দাবি করলেন নির্বাচনী বন্ড বিশেষ সবচেয়ে বড় দুর্নীতি। অর্থনীতিবীদ সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছেন।
লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের ধমক খেয়ে নির্বাচনী বন প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর সেখানেই দেখা গিয়েছে সেই বন্ধের বেশিরভাগ সুবিধা পেয়েছে শাসক দল। বিজেপির তহবিলে জমা পড়েছে ৬৯৮ দশমিক পাঁচ কোটি টাকা। তারপরেই তিনি মন্তব্য করে বসেন সারা দেশ কেন সারা বিশ্বের লোক বুঝতে পারছে এই বন্ড কতটা ক্ষতিকর।
উল্লেখ্য সর্বাধিক বন্ড কেনা কোম্পানিগুলির মধ্যে ৪১ টার বিরুদ্ধে ইডি সিবিআই এবং আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে। আবকারী দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর কাছ থেকে 42 কোটি টাকা চাঁদা এসেছিল।