দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আপাতত দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না। ইডি তাকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে। হিজরী তার বিরুদ্ধে উচ্চ আদালতে দারস্ত হয়েছেন। সেই মামলাতেই ২ এপ্রিল ইডির থেকে জবাব তলক করলো কোর্ট। পরের বুধবার শুনানি। অর্থাৎ আপাতত কেজরিওয়াল আটকেই রইলেন।
ইডির হাতে গ্রেফতার এবং নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লির হাইকোর্টে দারস্ত হয়েছেন। বুধবার যে সময় অরবিন্দের মামলার শুনানি হচ্ছে ঠিক সেই সময়ই তার স্ত্রী সুনিতা সাংবাদিক বৈঠক করে জানান দুদিন আগেই দিল্লির জল এবং নর্দমা নিয়ে জলসেচ মন্ত্রী অতিশীকে একটি চিঠি পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার সেই কেজরিওয়ালের বিরুদ্ধেই মামলা করেছেন।
তারপরেই সুনিতা বলেন কেন্দ্রীয় সরকার কি সত্যিই চায় দিল্লির মানুষেরা কষ্টে থাকুক। তাতেই খুবই কষ্ট পেয়েছে কেজরিওয়াল। তার স্ত্রী জানিয়েছেন কেজিওয়ালের গ্রেফতার হওয়া দিল্লির মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সমান।