অনেকেরই ধারণা, সরকারি চাকরি পেতে হলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অপরিহার্য। কিন্তু বাস্তবতা ভিন্ন। ক্লাস 12 পাশেও সেনা, রেল, LIC, আধা-সেনা, রাজ্য সরকারি দপ্তর, এবং আরও অনেক জায়গায় চাকরি পাওয়া সম্ভব।
কীভাবে?
সেনায় অফিসার:
NDA-র মাধ্যমে স্থল, বায়ু ও নৌসেনায় অফিসার পদে নিয়োগ।
বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা নৌ ও বায়ুসেনার জন্য পরীক্ষা দিতে পারবেন।
যেকোনো বিভাগের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা স্থলসেনার জন্য NDA-র প্রবেশিকায় বসতে পারবেন।
উপকূলরক্ষী বাহিনীর বেশ কয়েকটি পদে দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
তবে, ক্লাস 12-র বোর্ড পরীক্ষায় 50% বা তার বেশি নম্বর থাকা আবশ্যক।
লোয়ার ডিভিশন ক্লার্ক:
SSC-র মাধ্যমে কেন্দ্রীয় সরকারে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ।
রাজ্য সরকারের ক্ষেত্রে PSC এই পরীক্ষা নিয়ন্ত্রণ করে।
দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
লোকো পাইলট:
রেলের গ্রুপ ডি পদে নিয়োগ।
লোকো পাইলট পদেও নিয়োগ।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ করে।
আধা-সেনা:
BSF, CRPF, SSB-র মতো আধা-সেনায় কনস্টেবল পদে নিয়োগ।
দ্বাদশ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
LIC ADO:
জীবন বিমা কোম্পানির ADO পদে নিয়োগ।
দ্বাদশ উত্তীর্ণদের জন্য।
LIC পরীক্ষা ও ইন্টারভিউ নিয়ন্ত্রণ করে।
ফুড সাব ইন্সপেক্টর:
রাজ্য সরকারের খাদ্য দপ্তরে নিয়োগ।
PSC-র মাধ্যমে দ্বাদশ উত্তীর্ণদের জন্য।
ফায়ার অপারেটর, অবগারি কনস্টেবল, ডেটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার, ড্রাইভার পদেও নিয়োগ।