২৯ মার্চ শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার-এর জমকালো আসর। এই বছর কোন অভিনেতা বা অভিনেত্রী হাতে তুলবেন ব্ল্যাক লেডি?দেখে নেওয়া যাক মনোনয়নের তালিকা -সেরা ছবি হল কাবুলিওয়ালা,প্রধান,বাঘাযতীন,রক্তবীজ, অর্ধাঙ্গিনী, দশম অবতার। সেরা পরিচালক হলেন অরুণ রায় (বাঘাযতীন),অতনু ঘোষ(শেষ পাতা), অভিজিৎ সেন (প্রধান), কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধ্বাঙ্গিনী), নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার),সুমন ঘোষ (কাবুলিওয়ালা)।
সেরা অভিনেতা হলেন অনির্বাণ চক্রবর্তী, দেব, জিৎ, মিঠুন চক্রবর্তী,পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেরা অভিনেত্রী হলেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), জয়া আহসান (দশম অবতার), কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি), ঋতাভরী চক্রবর্তী (ফাটাফাটি), শোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে), স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)। সেরা নবাগতা অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুণ্ডু (প্রধান), শ্রীজা দত্ত (বাঘা যতীন), তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)।
সেরা গায়ক হলেন অনুপম রায় (অর্ধাঙ্গিনী, দশম অবতার), অরিজিৎ সিং (কাবুলিওয়ালা, বিয়ে বিভ্রাট)। সেরা পার্শ্ব গায়ক হলেন অনুপম রায় (প্রধান), অরিজিৎ সিং (কাবুলিওয়ালা, বিয়ে বিভ্রাট), রূপম ইসলাম (শেষ পাতা)।