নবান্ন থেকে রাজ্যের একাধিক পুরসভায় স্যানিটারি ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করা আগ্রহী প্রার্থীরা 19 এপ্রিল, 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পুরসভার নাম শূন্যপদের সংখ্যা
বাঁকুড়া 1 (অসংরক্ষিত)
ডায়মন্ড হারবার 1 (অসংরক্ষিত)
দমদম 1 (অসংরক্ষিত)
ইংরেজবাজার 1 (তফশিলি জাতি)
গারুলিয়া 1 (অসংরক্ষিত)
হালিশহর 1 (অসংরক্ষিত)
হুগলি চুঁচুড়া 1 (তফশিলি জাতি)
জলপাইগুড়ি 1 (অসংরক্ষিত)
খড়গপুর 1 (তফশিলি উপজাতি)
মাল 1 (অসংরক্ষিত)
নবদ্বীপ 1 (অসংরক্ষিত)
রায়গঞ্জ 1 (অসংরক্ষিত)
রাজপুর সোনারপুর 1 (তফশিলি জাতি)
রামপুরহাট 1 (অসংরক্ষিত)
শান্তিপুর 1 (তফশিলি জাতি)
শ্রীরামপুর 1 (তফশিলি জাতি)
তমলুক 1 (অসংরক্ষিত)
উলুবেড়িয়া 1 (তফশিলি জাতি)
উত্তরপাড়া কোতরং 1 (তফশিলি জাতি)
যোগ্যতা:
উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ উত্তীর্ণ
21 থেকে 40 বছর বয়স (2024-র 1 জানুয়ারি অনুযায়ী)
তফশিলি জাতি ও উপজাতিভুক্তদের জন্য বয়সসীমায় ছাড় প্রযোজ্য
বেতন:
₹28,900 – ₹74,500
মহার্ঘ্য ভাতা ও হাউস রেন্ট সহ অন্যান্য সুযোগ-সুবিধা
আবেদনের ফি:
সাধারণ প্রার্থী: ₹200
তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও সক্ষম প্রার্থী: ₹50
নির্বাচন প্রক্রিয়া:
200 নম্বরের লিখিত পরীক্ষা (মাল্টিপল চয়েস প্রশ্ন)
ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট (40 নম্বর)
আবেদন পদ্ধতি:
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট (https://www.mscwb.org/)
আবেদনের শেষ তারিখ: 19 এপ্রিল, 2024।