তার আগমন গত শতকের নব্বই দশকে। আর শুরুতেই তিনি যে গান দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন সেটা হলো ‘তোমাকে চাই’। গানওলা এই সুমনকে রাতারাতি যে কোন উচ্চতায় পৌঁছে দিয়েছিল তা বলে বোঝানোর নয়। তবে এই গান কিন্তু বব ডিলারের আই ওয়ান্টেড ইউ থেকে অনুকরণ করা হয়েছে।
যদিও এই বিতর্ক আজকের নয় ৭৫ বছর বয়সী কিংবদন্তি এবারে মুখ খুললেন এই ব্যাপারে। তিনি বব ডিলারের গান ফেসবুকে পোস্ট করে জানতে চেয়েছেন সকলের কাছে এই গানটি কোথায় অনুকরণ করা হয়েছে? আর কিভাবে? সুমনের কথায় স্পষ্ট বিরক্তিভাব
এর সঙ্গে আবার তিনি উল্লেখ করেছেন অরুন কুমার সরকারের লেখা বৈশাখী কবিতাটি।
তিনি জানিয়েছেন বরং এই কবিতার সঙ্গে কিছু কথা লাইন মিল পেতে পারেন। ১৯৯৩ সাল থেকে যে এই গান নিয়ে বিতর্ক চলে আসছে তিনি সেই কথাও জানিয়েছেন। ৭৫ বছর হয়ে যাওয়া সত্ত্বেও এখনো দেখেশুনে পড়ে যাচ্ছে তিনি দল বেঁধে আসতে বলেছেন তার বাড়িতে।