কড়া পদক্ষেপের আরজি শিখ সংগঠনের রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। লোকসভা নির্বাচনে প্রচারে যেন কোনোভাবেই শুভেন্দু অধিকারী অংশগ্রহণ না করতে পারে সেই আর্জি জানানো হয়েছে। গুরুদুয়ার বড়া শিখ সংগত রবিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সেই কথাই জানিয়েছেন।
উত্তপ্ত সন্দেশখালি পরিদর্শনে অশান্তির সময় দেখতে যান বিজেপি। আর তাই নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির দল নেতাকে ধামাখালি এলাকায় আটকায় পুলিশ। আর সেই দলেই ছিলেন ইন্টেলিজেন্সি ব্রাঞ্চ এর স্পেশাল সুপার আই পি এস অফিসার জাসপ্রিত সিং। সেই সম্প্রদায়ের কারণেই সেই আইপিএসের মাথায় পাগড়ি ছিল।
আর তা দেখা মাত্রই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে খলিস্তানি বলে কটাক্ষ করেন। আর তাতেই রেগে যান পুলিশ অফিসার। এই ঘটনায় ধামাখালিতে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছিল যেখানে জেপি নাড্ডাও শুভেন্দু অধিকারী কে সতর্ক করেছেন